হারানো দুই লেপার্ড শাবক ফিরে গেল মায়ের কোলে

 

হারিয়ে যাওয়া দুই লেপার্ড শাবককে ফিরিয়ে নিল মা 



বিশেষ প্রতিনিধি , দার্জিলিং , ২৫ এপ্রিলঃ কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগানে পাওয়া দুটি লেপার্ড শাবককে শাবকের মা লেপার্ড এসে নিয়ে গেল বলে সোমবার জানাল বনদপ্তরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা । এই বিষয়ে উল্লেখ‍্য গত ২৩ এপ্রিল চুয়াপাড়া চা বাগানের চার নং সেকশনে দুটি লেপার্ড শাবক দেখতে পায় বাগানের শ্রমিকরা । শাবক দুটি এতটাই ছোটো ছিল যে বনদপ্তর শাবক দুটিকে উদ্ধার না করার সিদ্ধান্ত নেয় ।

তারা শাবক দুটিকে যথাস্থানে রেখে দেয় এবং নিরাপত্তা জন‍্য চারিদিকে ক‍্যামেরা লাগানো ও পাহাড়া দেওয়ার ব‍্যবস্থা করা হয় । বনদপ্তরের থেকে চেষ্টা চালানো হয় যাতে শাবকের মা লেপার্ড এসে তাদের নিয়ে যায় । দু’দিন বাগানের ওই সেকশনে কাজ বন্ধ রাখা হয় । দু’দিন বাদে শাবকের মা লেপার্ড এসে শাবক দুটিকে স্তন পান করায় এবং তাদের নিয়ে যায় ।

মন্তব্যসমূহ