উত্তরবঙ্গের সঙ্গে আবার ট্রেন যোগাযোগ বাংলাদেশের - চালু হচ্ছে মিতালী এক্সপ্রেস

 খুব তাড়াতাড়ি ঢাকা- নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস 



 বিশেষ সংবাদদাতা , নিউ জলপাইগুড়ি , ৫ এপ্রিলঃ সেজে উঠেছে ষ্টেশন।এন জেপী ঢাকা মিতালি এক্সপ্রেস কবে থেকে ছাড়বে তা ঠিক না হলেও,গত দুদিন থেকেই সেজে উঠেছে এনজেপী ষ্টেশন।ষ্টেশন মাষ্টার থেকে গার্ড,সুইপার থেকে হকার এবং বইএর দোকানদার সবাই খুশী একটা নতুন শুরুর অপেক্ষায়।এন জেপী ষ্টেশনের এক নং platform এ গত বাইশ বছর ধরে দোকান করছেন দুই পার্টনার সঞ্জয় বনসল এবং অভিজিৎ ঘোষ,তারা জানান আমাদের দ্বিতীয় সংসার এটাই।এখানকার যত লোক আছেন সবাই আমাদের পরিবার।করোনার সময় যখন ট্রেন বন্ধ ছিল অন্যান্যদের সাথে আমাদেরও মনটা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল।তাই এই এনজেপী ষ্টেশনের ভালো হলে যেমন আনন্দ পাই,তেমনি খারাপ হলে প্রচণ্ড ব্যকুল হয়ে পড়ি।মিতালি এক্সপ্রেসের ছাড়ার খবরে আমরাও প্রচণ্ডভাবে আনন্দিত।আমরাও অপেক্ষায় থাকবো মিতালি এক্সপ্রেসের আসবার অপেক্ষায়।এদিকে নির্দিষ্ট কোন তারিখ ঘোষনা না হওয়ায় এখনো কিছু বলতে পারছেন না উত্তর পূর্ব রেলের কর্তারা।তবে তারা আশাবাদী আগামী পনেরো দিনের মধ্যেই যাত্রা শুরু করবে মিতালি এক্সপ্রেস।

মন্তব্যসমূহ