উত্তরবঙ্গে কেরোসিন সেঞ্চুরির পথে

 

 উত্তরবঙ্গে   রেশনে কেরোসিন আশি টাকা , মাথায় বাজ সাধারণ মানুষের   



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১০ এপ্রিলঃ  শিলিগুড়িতে রেশনে কেনা মুষ্কিল হয়ে যাচ্ছে সাধারন মানুষের পক্ষে।রেশনে তেল নিতে এসেও ফিরে যেতে হচ্ছে ক্রেতাদের।আড়াইশো কেরোসিনের দাম কুড়ি টাকা এর অর্থ একলিটার আশি টাকা করে।তাই রেশনে তেল নিতে এসে মাথায় হাত ক্রেতাদের।প্রায় একশো টাকার কাছাকাছি লেগে যাচ্ছে তেল নিতে।যেখানে ৫ বছর আগেও লাগত প্রায় দশ থেকে বারো টাকা মাত্র।হঠাৎ করে এত দাম বেড়ে গেল কেন?এক বিক্রেতা জানালেন কিছুই করবার নেই,সারা বিশ্বে এইভাবেই দাম বাড়ছে জালানীর।আর ভারতের জিনিসের মুল্যবৃদ্বির সাথে সাথেই দাম বেড়েছে কেরোসিনের।হঠাৎ করে এইভাবে কেরোসিনের মুল্য বৃদ্বি মেনে নিতে পারছেন না কেউই।এক বৃদ্ব ক্রেতা বলেই ফেললেন এতদিন ধরে রেশনে তেল নিচ্ছি,তেল না নিয়ে ফিরে যাই নি কোনদিনই।রেশনে প্রচণ্ডভাবে কেরোসিন তেলের দাম বেড়ে যাওয়ায় মুষ্কিলে পড়ে গেছেন রাস্তার সাধারন চাওয়ালারা।তারা না পারছেন চা বিক্রি বন্ধ করতে,না পারছেন চড়া দামে রেশনের কেরোসিন তেল দিয়ে চা বিক্রি করতে।রেশনে তেলের দাম গোটা শিলিগুড়িতে পৌছে গেছে আশিটাকাতে ,অন্যদিকে খোলা বাজারে একশো টাকার কাছাকাছি।কাজেই প্রচণ্ডভাবে বিব্রত সাধারন মানুষ।একদিকে গ্যাসের দাম অন্যদিকে নুন্যতম কেরোসিনও না পাওয়ায় চরম অনিশ্চয়তা নেমে এসেছে তাদের  জীবনে।আগামীদিনে কিভাবে রান্না করবেন এখন এটাই ভাবছেন তারা।

মন্তব্যসমূহ