বিপুল পরিমাণ ব্রাউন সুগারসহ গ্রেফতার মা ও ছেলে
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ৫ এপ্রিলঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগডোগরা থানার যৌথ অভিযানে মাদকমুক্ত শহর করতে “সে নো-টু-ড্রাগস” অভিযানে SOG এবং বাগডোগরা থানা ব্যাপক সাফল্য পেয়েছে, ১ কোটি 8 লাখ টাকার বেশি মূল্যের মাদক উদ্ধার করে SOG। পাশাপাশি দুই অপরাধিকেও গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানা পুলিশ যৌথ অভিযানে মোট ৫৪০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে, একই অভিযানে ২ জনকে গ্রেফতার করে SOG। গ্রেফতার অভিযুক্তদের মধ্যে একজন মহিলাও রয়েছেন, অভিযুক্তদের নাম মুন্নি বিশ্বাস ও পবন বিশ্বাস, গ্রেফতাহওয়া দুজনেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীনে মাটিগাড়া থানার বিশ্বাস কলোনী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে তাঁরা সম্পর্কে মা ও ছেলে । অবশ্য তারা মা এবং ছেলে কি না জানা নেই বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।এর আগেও তারা এই কাজ করেছিল কি না সেটা জিঞ্জাসাবাদ করা হচ্ছে ধৃত দুজনকে।তাদের কাছ থেকে মুল্যবান কিছু তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন