রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - হাট্টিমা টিম টিম / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে  শুরু হয়েছে  সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা   ' হাট্টিমা টিম টিম ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।


# নতুন বছরে ভালো থাকবেন সবাই # 
তপন শুভেচ্ছা

             হাট্টিমা টিম টিম   /   ১    

তপন উবাচ 

আলোকচিত্র : উজ্জয়িনী বন্দ্যোপাধ্যায়





সনির্বন্ধ আর্জি দিলাম ক্যালেন্ডারের অঙ্কবিদ
পাতায় পাতায় লিখবেন ঠিক
           সারা বছর নন-কোবিদ।


হাট্টিমা টিম টিম / ২   



আলোকচিত্র : ব্রততী সেনগুপ্ত



গরমে কি হাঁসফাঁস, গলদঘর্ম হয়ে জিজীবিষু
অক্সিজেন দিতে আমি রেখেছি শাখায় ফুল কিছু।

      হাট্টিমা টিম টিম   /  ৩   


আলোকচিত্র : সোমনাথ দাস




ঝমর ঝমর রোদ্দুরে আজ পদ্য লেখায় ত্রুটি
মেঘের কোলে রোদ উঠেছে বাদল গেছে ছুটি।

মন্তব্যসমূহ