লোকালয় থেকে উদ্ধার উদ্ধার


 হরিণ উদ্ধার



 কুশল দাসগুপ্ত , ধুপগুরি , ৫ এপ্রিলঃ   আবারো লোকালয় থেকে উদ্ধার হরিণ । মঙ্গলবার সকাল প্রায় নয়টা নাগাদ একটি বাড়ির ভেতরে হরিণ উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় ধূপগুড়ি ব্লকের গধেয়ার কুঠি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ঝাড় আলতা গ্রাম জমাদার পাড়া সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে আজ ঐ এলাকার বিমলবাবুর বাড়িতে তার অনুস্পস্থিতে হঠাৎই বাড়ির বাথরুমে হরিণ দেখতে পায় তার পরিবারের লোকেরা।পড়ে সেই হরিনকে তাড়া করতেই বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ে।সেখানেই পরিবারের লোকেরা হরিণটিকে ধরে পাশের বাড়িতে রেখে বনদপ্তরকে খবর দেয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সেই বাড়িতে ভিড় জমাতে শুরু করে হরিণ দেখতে আসা উৎসুক জনতা। কখনো বা চিতাবাঘ, কখনো বা হাতি,আবার কখনো ক্যাঙ্গারু,আবার কখনো হরিণ, আবার কখনো অজগর, এভাবে বারবার বন্য পশু লোকালয়ে এবং বিশেষ করে লোকের বাড়িতে ঢুকে পড়ায় আতঙ্কিত সবাই।কারন যেকোনো সময়ে ঘটে যেতে পারে বড়সড় বিপদ।হরিন না হয় নিরীহ পশু,কিন্তুু অন্য কোন হিংস্র পশু ঢুকে কোন অঘটন ঘটালে তার দায়িত্ব কে নেবে?

মন্তব্যসমূহ