শিলিগুড়ি পুরসভায় শুরু হল নাইট কনজারভেনসি সার্ভিস
শিলিগুড়িতে আজ থেকে শুরু হল নাইট কনজারভেনসি সার্ভিস।এই কাজের মাধ্যমে শিলিগুড়ি শহরের মুখ্য বাজার এবং রাস্তায় থাকা বড় বড় দোকানগুলি থেকে নেওয়া হবে নাইট কনজারভেনসি চার্জ।যেটা দুটাকা থেকে বেড়ে করা হল দশ টাকা।এর অর্থ আজ থেকে শিলিগুড়ির সমস্ত বাজারে এবং মুখ্য রাস্তায় থাকা দোকানদারদের থেকে চালু করা হল কনজারভেনসি চার্জ।শিলিগুড়িতে জঞ্জাল অপসারনের মেয়র পারিসদ মানিক দে জানান প্রচুর লোক শিলিগুড়িতে এই জঞ্জাল অপসারন বিভাগে কাজ করে,তাদের বেতন দেবার টাকা পযর্ন্ত ওঠে না।আশা করছি এই টাকার থেকে এই সব কর্মীদের ঠিকসময়ে বেতন দেওয়া যাবে।এছারা প্রতিটি ওয়ার্ডে জঞ্জাল অপসারনের জন্য একটি করে ভ্যান দেওয়া হবে।আর সবচাইতে বড় বিষয় শিলিগুড়ির মানুষের অভিযোগ এই জঞ্জাল সাফাই করা কে নিয়ে,আমাদের হাতে যদি প্রয়োজনীয় সরঞ্জাম থাকে তবে খুব কম সময়ের মধ্যে আমরা এই শহরকে পরিষ্কার করে রাখতে পারবো।আমাদের কাজ শিলিগুড়িকে পরিচ্ছন্ন রাখা,আর সেদিকে আমরা একধাপ এগিয়ে গেলাম জানালেন মানিক দে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন