শিলিগুড়িতে শুরু নাগরিক দরবার

 
 শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে শুরু হল শহরে নাগরিক দরবার



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১১ এপ্রিলঃ  রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প থেকে অনেক সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভূক্ত করেছে যার মধ্যে অধিকাংশ রাজ্যবাসী এই সমস্ত প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন । তবে যারা এই সমস্ত প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভূক্ত করেছেন তাদের মধ্যেই অনেকের নানান রকম সমস্যার কারণে আটকে রয়েছে প্রকল্পে ।তাই সেই সমস্ত মানুষদের সমস্যার সমাধানের জন্য শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে একদিন ব্যাপী নাগরিক দরবারের আয়জন করা হয়েছে । যে সমস্ত মানুষরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার , স্বাস্থ্য সাথী , খাদ্য সাথীর মত প্রকল্প গুলোতে নাম ভূক্ত করার পরেও সেই সমস্ত প্রকল্প থেকে তারা বঞ্চিত রয়েছেন সেই সমস্ত মানুষেরা শিলিগুড়ি পুরনিগমের নাগরিক দরবারের মাধ্যমে আটকে থাকা কাজের দ্রুত সমাধান করতে পারবেন ।

আজ ২১ নম্বর ওয়ার্ডের নাগরিক দরবারে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া, মহকুমা শাসক শ্রীনিবাস ভেনকাট রাও পাটিল , ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও ওয়ার্ড কাউন্সিলার কুন্তল রায়।

মন্তব্যসমূহ