শিলিগুড়ির সানডে হাট
সজল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৩ এপ্রিলঃ "সানডে হাট"শুধুমাত্র রবিবারই বসে এই হাট।এই হাটে আপনি পাবেন সব না পাওয়া জিনিসগুলি।সব রকমের সবজী ক্ষেতে চাষ করা।যেটা আপনি পাবেন এই সানডে হাটে।আর এই হাটে আপনি পাবেন কড়কনাথ মুরগী যার দাম কেজী প্রতি প্রায় একহাজার টাকার কাছাকাছি।এই সানডে হাট তৈরী করেন রাজ বসু। উত্তরবঙ্গের পর্যটন শিল্পের আবিষ্কারক।যিনি প্রতিদিনই খুজে বেড়ান নতুন নতুন জিনিস।তার নতুন নতুন চিন্তা উত্তরবঙ্গের পর্যটন শিল্পে জোয়ার এনেছে।তারই চিন্তায় এই সানডে হাট।রোজ রোজ তো আর এই হাট বসানো যায় না,আমার পক্ষে সম্ভবও নয়।তবে আমি চেষ্টা করছি এই হাটকে গোটা উত্তরবঙ্গে।এর পরে গোটা পশ্চিমবঙ্গে।সানডে হাট এখন প্রচণ্ড জনপ্রিয় শিলিগুড়ির মানুষের মধ্যে।রবিবার করে বসা এই সানডে হাটে এখন প্রচুর পর্যটকেরাও ভীড় করছেন।প্রায় পঞ্চাশ রকমের জিনিস বসে এখানে জানালেন রাজ বসু।আমার ইচ্ছা এই সানডে হাটে বিদেশ থেকে মাছ নিয়ে এসে একটা প্রদর্শনী করার।দেখা যাক কতটা কিভাবে কি করতে পারি জানালেন রাজ বসু।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন