১২০০ টাকায় কলকাতার মানুষের দার্জিলিং ভ্রমণ - কিভাবে ?

 

পকেটে  ১২০০ টাকা থাকলেই চলুন দার্জিলিং ,



সজল দাশগুপ্ত ,  কলকাতা , ৩ এপ্রিলঃ অবিশ্বাস্য হলেও সত্যি । দার্জিলিং একেবারে হাতের মুঠোয়।   শিয়ালদা থেকে দার্জিলিং এর যাতায়াতের খরচ বারোশো টাকা। গাঁজাখুরি নয় হিসেব করে খরচ করলে বারোশো টাকার মধ্যে শিয়ালদা থেকে দার্জিলিং যাতায়াত খরচ লাগবে।

বাংলার ভূ-স্বর্গ দার্জিলিংয়ের নৈসর্গিক দৃশ্য আমাদের হৃদয় ছুঁয়ে যায়। দার্জিলিং মানে টাইগার হিল, টয় ট্রেন, চিড়িয়াখানা আরো কত কি। শীতকালে পরিবেশ আরো মনমুগ্ধকর হয়। চারপাশ ঢেকে থাকে সাদা বরফের চাদরে, অপরূপ সেই দৃশ্য।
তবে দার্জিলিং সম্বন্ধে একটি অপবাদ আছে। দার্জিলিং ভ্রমণ প্রচুর খরচসাপেক্ষ। যাতায়াত খরচ, থাকার  খাওয়ার খরচ অত্যাধিক। হিসেব করে না চললে বেহিসেবি খরচ হয়ে যায়।
তবে উপায় একটা আছে, সেই উপায়ে খুব অল্প খরচে দার্জিলিং যাওয়া সম্ভব। শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত ট্রেনের চেয়ার কার ভাড়া ১৮০ টাকা। এনজিপি স্টেশন এ নেমে জংশন বাস স্ট্যান্ড পর্যন্ত সস্তার গাড়ি ধরলে ভাড়া কুড়ি টাকা। সেখান থেকে দার্জিলিং মোটর স্ট্যান্ড পর্যন্ত 150 কিলোমিটার এর ভাড়া  150 টাকা। সেখানে গিয়ে খুব একটা সস্তার হোটেল খুঁজে নিলে একদিনের ভাড়া লাগবে 500 টাকা। পরেরদিন দার্জিলিং থেকে একইভাবে এনজিপি স্টেশন এসে, ট্রেন ধরে সোজা শিয়ালদা। তবে খাবার খরচ, হাতখরচ আলাদা, বারোশো টাকার হিসেবের মধ্যে যুক্ত নয়। একটু হিসেব করে চললে অনায়াসে বাংলার ভূ-স্বর্গ দার্জিলিং ভ্রমণ অল্প পয়সায় হয়ে যাবে।


মন্তব্যসমূহ