বিশেষ চাহিদা সম্পন্ন ক্রিকেটারের স্বপ্ন ভঙ্গ হতে চলেছে আর্থিক সমস্যা

 

বিশেষ চাহিদা সম্পন্ন সুরজিৎ এর স্বপ্ন বড় ক্রিকেটার হওয়া , বাদ সেধেছে আর্থিক পরিস্থিতি 



কুশল দাশগুপ্ত , ফুলবাড়ি , ২৫ এপ্রিলঃ  সুরজিৎ টিকাদার বিশেষ চাহিদা সম্পন্ন হয়েও ক্রিকেট খেলে মুখ উজ্জ্বল করছে দেশ ও দশের। বাবা নেই, মা একশো দিনের কাজ করে সংসার চালায়,ঘরে একমাত্র ছেলে তাও আবার বিশেষ চাহিদা সম্পন্ন, একটা হাত জন্ম থেকেই নেই।।তবুও শারীরিক প্রতিবন্ধতাকে উপেক্ষা করে,এক হাতে ব্যাট নিয়ে, দেশের বিভিন্ন রাজ্যে ক্রিকেট খেলে, একাধিক পুরস্কার ঘরে তুলেছে, শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী এক নং গ্রাম পঞ্চায়েত এলাকার শান্তিপাড়া গ্রামের যুবক সুরজিৎ টিকাদার। অসহায় মায়ের স্বপ্ন, ছেলে একদিন এই এক হাত দিয়েই ক্রিকেট খেলে দেশ ও সমাজের নাম উজ্জ্বল করবে।আর এই গর্ভধারিনী মায়ের স্বপ্নকে বাস্তবায়ন করতে মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সুরজিৎ। আগামীতে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে একদিনের ক্রিকেট সিরিজে অংশগ্রহণের দৌড়ে এগিয়ে রয়েছেন এই যুবক।কিন্তু স্বপ্ন পূরণে বাদ সাধছে তার আর্থিক পরিস্তিতি। মা একশো দিনের কাজ করে যা অর্থ উপার্জন করেন তাঁ দিয়ে কোনরকমে সংসার চলে। ভিন রাজ্যে খেলতে গেলে আর্থিক সমস্যা পথে বাধা হয়ে দাড়ায়। এখনও পর্যন্ত মুম্বাই,মহারাষ্ট্র,দিল্লি হায়দ্রাবাদ এর মত রাজ্যে ক্রিকেট খেলে জিতেছেন অনেক পুরস্কার।

সুরজিৎ আশা করছে কোনো সহৃদয় ব্যাক্তি যদি একটু আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে হয়তো নিজের এই স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারে সে।

মন্তব্যসমূহ