বেঙ্গল সাফারি পার্কের শীলা কি অসুস্থ ?
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৭ এপ্রিলঃ শিলিগুড়ির বেঙ্গল সাফারির সবচাইতে বড় আকর্ষন হল শীলা।প্রচুর মানুষ তাকে দেখতে আসেন বেঙ্গল সাফারিতে।একেবারেই বদরাগী নয় শিলা।তবে মাংশ খেতে প্রচণ্ড ভালোবাসে।সেই শীলা কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করছে না ঠিকমতন।একজায়গাতে ঝিমিয়ে বসে আছে।মানুষ দেখলেও তার কোন রকমের পরিবর্তন হচ্ছে না।কেন হচ্ছে এরকম। ডাক্তারেরা বলেছেন গরমের জন্য পরিবর্তন হচ্ছে,সেকারনেই অনিহা শীলার।শীলার অসুস্থতা নিয়ে চিন্তায় বেঙ্গল সাফারির সব কর্মীরাই।কারন এই সময় বেঙ্গল সাফারিতে দর্শক আসছেন প্রচুর।তাই বেঙ্গল সাফারির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে শীলা সুস্থ হয়ে ওঠে। ডাক্তারেরা জানিয়েছে কয়কদিন ধরে অতিরিক্ত মাংশ খাওয়ায় এবং গরমের কারনেই শীলার খাবারের প্রতি অনিহা দেখা দিয়েছে।তবে কয়েকদিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাবে শীলা জানিয়েছেন ডাক্তারেরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন