পেট্রোল -ডিজেলের মুল্যবৃদ্ধি , উত্তরবঙ্গে বন্ধ বেসরকারি বাস পরিষেবা
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১১ এপ্রিলঃ পেট্রোপন্যের মুল্যবৃদ্ধির কারণে বন্ধ বেসরকারি বাস পরিষেবা।শিলিগুড়িতে বন্ধ প্রায় পঞ্চাশটি বেসরকারি বাস।আজ শিলিগুড়ি বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলি জানিয়ে দেয় যে পেট্রোল এবং ডিজেলের সাথে পালা করে তাদের বাড়াতে হচ্ছে টিকিটের দাম তাই তাদের কোনভাবেই কিছু করবার নেই।শিলিগুড়িতে বেসরকারি বাস চলে প্রায় ৯০টি।এর মধ্যে বন্ধ প্রায় পঞ্চাশটি বাস। আরো প্রায় ৪0টি বাস চলে।তবে যেগুলি চলে সেগুলিও বন্ধ হয়ে যাবে বলে হুমকি দিয়েছেন বাস মালিকদের সংগঠন।আবার যদি পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে যায় তবে আমাদের সব বাসই বন্ধ করে দিতে হবে।এদিকে বেসরকারি বাস বন্ধ করে দেওয়ায় সরকারি বাসগুলিতে ভীড় বেড়েই চলেছে দিনের পর দিন।টিকিটের হাহাকার চলছে শিলিগুড়িতে।
This model of roulette became extremely popular all across France and Italy, and soon all roulette wheels in Europe had the numbers 1 to 36, plus ‘0’. Wagering requirements – All bonuses include wagering requirements. If the wagering requirment is 35x and you make a RM100 deposit, then you will want to wager RM3,500 earlier than find a way to|you presumably can} withdraw your bonus money and any winnings. When we consider 카지노 사이트 a casino that has stay roulette tables, we take into accounts a number of|numerous|a variety of} elements, and below you will find our explanation of the most pertient ones.
উত্তরমুছুন