রাজ্য বিধানসভায় ঘটনার প্রতিবাদে বিজেপি'র মিছিল
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি ও দার্জিলিং , ২৯ মার্চঃ রাজ্য বিধানসভার ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতে ও দার্জিলিং জেলা বিজেপির বিক্ষোভ কর্মসূচি । মঙ্গলবার শিলিগুড়ির বিধায়ক ও মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শংকর ঘোষ ও আনন্দময় বর্মন এর নেতৃত্বে বর্ধমান রোড থেকে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয় । মিছিলটি শিলিগুড়ি থানার সামনে এসে শেষ হয়ে থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে । বিধানসভায় বিজেপি বিধায়কদের মারধরের অভিযোগ তুলে ও সাসপেন্ড করার প্রতিবাদে সরব হয়ে শিলিগুড়ি থানার সামনেই রাস্তায় বসে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তায় বসে বিক্ষোভ জানাতে থাকে বিজেপি কর্মী ও সমর্থকরা।কলকাতা থেকে ফিরে বিজেপী বিধায়ক শঙ্কর ঘোষ এই বিক্ষোভ মিছিলে যোগ দেন।শঙ্কর ঘোষ জানান মারামারি করল তৃণমূল আর সাসপেন্ড হল তারা।বোঝাই যাচ্ছে রাজ্যের কি অবস্থা।বিজেপী কোন কাজের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে অপরাধ হিসাবে গন্য করা হচ্ছে।অথচ শাসক দল রাস্তায় রাস্তায় গুন্ডামি করে যাচ্ছে।এইভাবে যদি চলতে থাকলে ভবিষ্যতে বাংলাতে বিজেপী কেন অন্য কোন দলই পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসাবে টিকে থাকতে পারবে না।এদিন শিলিগুড়ি থানার সামনে বিজেপীর অবরোধকে নিয়ে ব্যাপক বিশৃঙ্গলার সৃষ্টি হয় শিলিগুড়ির SF ROADএ।একদিকে এস ইউ সি আই এর ডাকা বনধ্ অন্যদিকে বিজেপীর ডাকা অবস্থান বিক্ষোভকে নিয়ে এদিন শিলিগুড়িতে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারন মানুষও।তাদের কথায় একদিকে যখন চরম আর্থিক দুরবস্থা চলছে সেই সময় এই সব বনধ্ এবং বিক্ষোভকে কোনভাবেই মেনে নেওয়া যায় না বলে মনে করছেন তারা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন