উত্তরবঙ্গে এলেই মমতা হারিয়ে যান প্রকৃতি ও মানুষের মাঝে


উত্তরবঙ্গে একেবারে অন্য মমতা 



কুশল দাশগুপ্ত , দার্জিলিং , ২৯ মার্চঃ  রাজ্যের মুখ্যমন্ত্রী এখন উত্তরবঙ্গে । উত্তরবঙ্গে এলে তৃণমূল সুপ্রিমোকে পাওয়া যায় একেবারে অন্য চেহারায় ও অন্যরকম মেজাজে । তিনি মিশে যান সাধারণের মধ্যে । মনে হয় তাদেরই একজন। সেই মেজাজেই পাওয়া গেল মমতাকে ।  মুখ্যমন্ত্রী আজ সকাল থেকেই পাহাড়ের রাজনৈতিক দলের সাথে আলোচনার পাশাপাশি দার্জিলিং এর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন গরম জামাকাপড়ের দোকানে পৌছে জিনিস দেখতে শুরু করেন মুখ্যমন্ত্রী।



তিনি আজ জানালেন , 'আমার দার্জিলিং শহরে আসতে খুবই ভালো লাগে।আমি পাহাড়ে যতবার এসেছি পাহাড়ের বিভিন্ন মানুষের সাথে আলোচনা করেছি তাদের সুবিধা এবং অসুবিধার কথা জেনেছি।' এদিন মুখ্যমন্ত্রী আবার ম্যালে অনেকটা সময় কাটান।বিদেশী পর্যটকেরা আবার আজকেও তাকে ঘিরে ধরেন।  রাজ্যের মুখ্যমন্ত্রী  তাদের সাথে কথা  বলেন একেবারে সেই ' অতিথি দেব ভব' ভঙ্গিমায় ।মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি ফিরে এসে উত্তরকন্যায় রাত্রিবাস করবেন । এরপর ফিরে যাবার কথা কলকাতায় । 

মন্তব্যসমূহ