ইউক্রেন থেকে ফেরা ছাত্রের বাড়িতে বিজেপি বিধায়ক

আলিপুরদুয়ারে ইউক্রেন থেকে ফেরা ছাত্রের বাড়িতে বিজেপি বিধায়ক 



 নিজস্ব সংবাদদাতা , আলিপুরদুয়ার , ৪ মার্চঃ যুদ্ধকালীন পরিস্থিতির মাঝে ইউক্রেন থেকে বাড়িতে ফিরলো আলিপুরদুয়ার জংশনের লেনিন কলোনির এক ছেলে। তার নাম গৌরব, তার বাবা রেলের উচ্চপদস্থ কর্মচারী। সে ২০২০ সালে ডাক্তারি পড়তে যায় ইউক্রেনে।  এরপর গতকাল রাতে বাড়িতে আসার পর তার সাথে দেখা করতে আসেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। ছেলে ঘরে ফেরার খুশি তার বাবা-মাও। এজন্য গৌরবের বাবা প্রদীপ মাঝি ভারত ও পশ্চিমবঙ্গ সরকার এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।  গৌরব ইউক্রেনের ট্র্নপিল শহরে ছিল, সেখানে সে প্রাণ বাঁচাতে বাংকারে লুকিয়ে ছিল, এরপর গৌরব ও তার সঙ্গী সাথীদের ওখান থেকে রোমানিয়া দেশে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাদের  দেশে পাঠানোর ব‍্যবস্থা করা হয়।

মন্তব্যসমূহ