বিএসএফের গুলিতে নিহত অনুপ্রবেশকারী

 

উত্তরবঙ্গে বিএসএফের গুলিতে হত এক অনুপ্রবেশকারী 





নিজস্ব সংবাদদাতা , কোচবিহার , ১৭ মার্চঃ    বিএসফ জওয়ানের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশী নাগরিকের । ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গার তেতুলচেরা গ্রামে । এই ঘটনায় আহত হয়েছে আরেকজন বাংলাদেশী । বিএসফ সূত্রে খবর , বুধবার রাতে সওয়া এগারো টা নাগাদ মাথাভাঙ্গা বর্ডারে প্রথম শিফটের পাহারা দিচ্ছিলেন একজন কনস্টেবল । তিনি দেখতে পান বর্ডার থেকে ১৫০ মিটার ভেতর দিকে চারপাঁচ জন ভারতে প্রবেশের চেষ্টা করছে । সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করেন এবং ওই চার পাঁচ জনের দিকে ছুটে যান । জওয়ান কে ছুটে আসতে দেখে অনুপ্রবেশকারীরাও পালিয়ে যাবার চেষ্টা করে । কনস্টেবল শূন্যে এক রাউন্ড গুলি ছোড়েন । গুলির শব্দে গ্রামবাসীরাও বাড়ি থেকে বেরিয়ে আসেন। তাড়া খেয়ে অনুপ্রবেশ কারীরা কাছের একটি বাঁশ বনে লুকিয়ে পরে । বাঁশ বনে লুকিয়ে তারা জওয়ানের ওপর হামলা চালায় ও তার অস্ত্র ছিনিয়ে নেবার চেষ্টা করে । জওয়ান নিজের জীবন বাঁচাতে এক অনুপ্রবেশকারীর পা লক্ষ্য করে গুলি চালায় । কিন্তু অনুপ্রবেশকারী পালাতে গেলে গুলি টি তার কোমরে লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।অপরদিকে প্রেমেরদাঙা ভোগরামগুরিতে আরেক জনকে গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে এবং উত্তেজিত গ্রামবাসীরা সেই অনুপ্রবেশকারী কে বেদম প্রহার করে । পরবর্তী সময়ে বিএসফ জওয়ান ওই অনুপ্রবেশকারী কে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাথাভাঙ্গা হাসপাতালে পাঠায়।

মন্তব্যসমূহ