পাট বোঝাই গাড়ি থেকে উদ্ধার চোরাই সেগুন কাঠ

 পাট বোঝাই গাড়ির ভেতর থেকে লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার জলপাইগুড়ি পুলিশের  , আটক ১ 



নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ২৯ মার্চঃ  বড় সাফল্য নিউ জলপাইগুড়ি থানা পুলিশের । গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি জটিয়াকালি এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার চোরাই সেগুন কাঠ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । পুলিশ সূত্রের খবর অনুযায়ী , রাজস্থান নম্বরের একটি ১০ চাকার গাড়ি অসম থেকে শিলিগুড়িকে করিডর বানিয়ে নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল । পুলিশের কাছে খবর আসে সেই গাড়িতে লক্ষাধিক টাকার চোরাই কাঠ পাচার করা হচ্ছে । সূত্র মোতাবেক খবর পেয়ে ফুলবাড়ি জটিয়াকালি এলাকায় ওত পাতে নিউ জলপাইগুড়ি থানা পুলিশের একটি টিম ।সেখান থেকেই তারা আটক করে ওই গাড়িটিকে।  গাড়িটি দেখা মাত্রই তল্লাশি করতে দেখা যায় গাড়ির মধ্যে বোঝাই করা রয়েছে পাট । সেই পাট সরাতেই পাটের নিচে থেকে বেরিয়ে আসে ৫০০ সিএফটি সেগুন কাঠ । ঘটনায় গ্রেপ্তার করা হয় গাড়ির চালক মোবারিক হোসেন কে । উদ্ধার হওয়া সেগুন কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা ।আজ অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে নিয়ে আসে পুলিশ।সেখানেই তাকে জিঞ্জাসাবাদ করেছে পুলিশ।তবে জেরায় তার কাছ থেকে বিশেষকিছু জানা যায় নি বলে জানা গেছে পুলিশের পক্ষ থেকে।

মন্তব্যসমূহ