পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সপ্তদশ চক্রের সম্মেলন

 পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কলকাতা সপ্তদশ চক্রের সম্মেলন 





বিশেষ সংবাদদাতা , কলকাতা ঃ সম্প্রতি দক্ষিণ কলকাতা জেলার  পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সপ্তদশ চক্রের সম্মেলন অনুষ্ঠিত হল গয়ারাম শিশু শিক্ষা নিকেতন বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে। এদিনের সম্মেলনে শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও সমাধান কি ভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয় । এই সপ্তদশ চক্রের একেবারে নতুন শিক্ষকদের বরণ করার পাশাপাশি , সম্মাননা জানানো হয় সদ্য অবসর নেওয়া শিক্ষকদের । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা ও পৌরমাতা লিপিকা মান্না , শিক্ষক ও পৌরপিতা সরোজ কুমার মন্ডল , সমিতির রাজ্যের সহ সভাপতি পলাশ সাধুখাঁ , দক্ষিণ কলকাতা জেলার সভাপতি অলোক সরকার সহ বিভিন্ন চক্রের সমিতির সভাপতিরা । 

মন্তব্যসমূহ