শিলিগুড়ির ঘরের মেয়ে ক্রিকেট বিশ্বকাপে , শুভেচ্ছা জানিয়ে ফ্লেক্সে সাজল শহর
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৪ মার্চঃ ঘরের মেয়ে সূযোগ পেয়েছে বিশ্বকাপে খেলবার।তাই শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এর পক্ষ থেকে গোটা শিলিগুড়ি জুড়ে লাগানো হল রিচা ঘোষের ছবি সহ ফ্লেক্স।শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এর পক্ষ থেকে সভাপতি মনোজ ভার্মা জানালেন আগামী ৬মার্চ নিউজিল্যান্ডে ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে,আর সেই ম্যাচে খেলবে আমাদের ঘরের মেয়ে রিচা ঘোষ।ও কয়েকদিন আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দুরন্ত অর্ধশতরান করেছে,ও ফর্মে আছে আশাকরি ও 6তারিখ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে।আমরা শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এর পক্ষ থেকে ওকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছি।ওর বয়স কম একদিন ও ভারতীয় দলের অন্যতম অপরিহার্য খেলোয়ার হবে।এদিন রিচা ঘোষের বাবা সমর ঘোষ জানান আমি গর্বিত আমার মেয়েকে নিয়ে।ও ভারতীয় দলে নিয়মিত খেলুক আমি সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন