শিলিগুড়ি শহরে বন্ধ হল রিক্সা চলাচল
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৭ মার্চঃ বৃহস্পরিবার থেকে শহরের মূল রাস্তায় বন্ধ হয়ে গেল রিকশা চলাচল। শহরের যানজট নিয়ন্ত্রণে শহরে অবৈধ টোটো ও রিকশা চলাচলের ওপর নির্দেশিকা জারী করে প্রশাসন। সিদ্ধান্ত নেওয়া হয় আজ থেকে শহরের মূল রাস্তায় চলাচলের ওপর সম্পূর্ণভাবে নিষধাজ্ঞা জারী থাকবে অবৈধ টোটো ও রিকশা চলাচলে। আর আজ সকাল থেকেই সেই নির্দেশিকাকে অমান্য করে রাস্তায় চলাচল করতে দেখা যায় রিকশা ও টোটো চলাচল। এর পরেই নির্দেশিকাকে সফল করতে রাস্তায় নামে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। এদিন শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে, সেবক মোড় এলাকায় অভিযান চালায় ট্রাফিক পুলিশ।
অভিযান চালিয়ে বেশ কিছু টোটো ও রিকশা আটক করে পুলিশ। এই ঘটনায় রিকশা চালক সংগঠনের প্রতিনিধিদের সাথে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ। পানিট্যাংকি ট্রাফিক গার্ডের অফিসের সামনে সাময়িক উত্তেজনা তৈরি হয়। উল্লেখ্য, টোটো ও রিকশা চলাচলে নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশিকা চালু হওয়ায় মেয়র গৌতম দেবের বাড়ির সামনে ও শিলিগুড়ির বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ দেখিয়েছিল টোটো চালকরা।তবে মেয়রের তরফ থেকে জানানো হয়েছে আপাতত কোন আবেদনই গ্রাহ্য হবে না টোটো চালকদের।তবে তাদের বিষয়টিও খতিয়ে দেখবেন বলে কথা দিয়েছেন মেয়র।এদিকে মেইন রোডে রিষ্কা এবং টোটো বন্ধ করে দেওয়ায় ক্ষুদ্ব কিছুটা সাধারন মানুষও তাদের মতে এইভাবে বন্ধ করায় বহু বয়ষ্ক মানুষেরা বিপদে পড়ে যাবেন।হঠাৎ করে প্রয়োজন পড়ে গেলে তারা কিভাবে গন্তব্যস্থলে পৌছাবেন।তবে এ নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায় নি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন