পাহাড়ে গিয়ে একেবারে অন্য মেজাজে রাজ্যের মুখ্যমন্ত্রী

 রাজ্যের মুখ্যমন্ত্রীর একগুচ্ছ  কর্মসুচীর মধ্যেই পাহাড়ে সাধারণের মাঝে মিশে গেলেন মমতা  



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৮ মার্চঃ  পাহাড়ে বিভিন্ন মেজাজে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।আজ সকালেই মুখ্যমন্ত্রী বেরিয়ে পড়েন পাহাড়ে।এক মহিলার কোমরে বেলটের ব্যাবস্থা করলেন এক ঘন্টার মধ্যে।তারপরে বেরিয়ে পড়লেন পাহাড়ের বিভিন্ন এলাকায় পর্যটকদের সাথে কথা বললেন মুখ্যমন্ত্রী।এগিয়ে গিয়ে কথা বললেন বিদেশি পর্যটকদের সাথে।মুখ্যমন্ত্রী সাবলীল ভাষায় কথা বলেন পর্যটকদের সাথে।মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন শান্তা ছেত্রী এবং বিনয় তামাং।আগামীকাল মুখ্যমন্ত্রী হামরো পার্টির নেতৃত্বের সাথে কথা বলবেন বলে খবর পাওয়া গেছে।এদিন মুখ্যমন্ত্রী পাহাড়ের স্থানীয় মানুষদের সাথেও কথা বলেন অনেকক্ষন ধরে।তারাও লকডাউনে তাদের সমস্যার কথা জানান মুখ্যমন্ত্রীকে।এদিন মুখ্যমন্ত্রী জানান আপাতত পাহাড়ের কোন নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকারি প্রতিদন্দ্বিতা করবে না।তৃনমুল কংগ্রেস পাহাড়ে শান্তি বজায় রেখে চলতে চায়।মুখ্যমন্ত্রী পাহাড়ে আরো দুদিন থাকবেন বলে জানা গেছে।এদিন মুখ্যমন্ত্রী পাহাড়ের হোটেল মালিক আসোসিয়েসনের সাথেও কথা বলেন,মুখ্যমন্ত্রীর সাথে এদিন শিলিগুড়ি থেকে উপস্থিত ছিলেন অলোক চক্রবর্তী।পাহাড় সফর শেষ করে শিলিগুড়িতে ফিরে কলকাতা ফিরে যাবার কথা মুখ্যমন্ত্রীর।

মন্তব্যসমূহ