শিলিগুড়ি পুরসভার মেয়র পারিষদদের শপথ

 শপথ নিলেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র সমেত মেয়র পারিষদরা 



 কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৪ মার্চঃ আজ শিলিগুড়িতে মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ মোট নজন এম আই সি কে শপথ বাক্য পাঠ করালেন।রঞ্জন সরকার ছাড়াও এদিন এম আই সি পদে শপথ নিলেন কমল আগরওয়াল,রামভজন মাহাতো,দুলাল দত্ত,সিকতা বসু রায়,শ্রাবনী দত্ত,শোভা সুববা,মানিক দেরা।গৌতম দেব আরো জানান মুখ্যমন্ত্রী আমাদের সবাইকে যেভাবে কাজ করে যেতে বলেছেন সেভাবেই আমরা কাজ করে যাব।কিছুদিনের মধ্যেই বাজেট পাশ হয়ে যাবে।তারপরে আমরা সবাই একসাথে কাজ করতে নামব।এদিন রঞ্জন সরকার জানান দায়িত্ব অনেক বেড়ে গেল আমাদের সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে।আমরা সবাই চাই একটা নতুন শিলিগুড়ি তৈরী করতে যেটা খুব তাড়াতাড়ি তৈরী হবে বলে মনে করছি আমরা।

মন্তব্যসমূহ