উত্তরবঙ্গে হোলি উৎসবের সুচনা করলেন শিলিগুড়ির মেয়র
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১৭ মার্চঃ শিলিগুড়িতে সৌমীর উদ্যেগে শুরু হয়েছে বসন্ত উৎসব।আজ দুপুরে শিলিগুড়ির দাদাভাই ষ্পোর্টিং ক্লাবের ময়দানে শুরু হয়েছে দোল উৎসব।আজ এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার।এদিন মেয়রকে অভিনন্দন জানান সৌমীর সকল সদস্যরা।মেয়র জানান গো দুবছর ধরে কিছুই করে ওঠা হয় নি।আমরা চেষ্টা করছি যাতে এই দোল উৎসব সবাই এর মনে আনন্দে কাটে।সৌমির সদস্যরা এদিন পথচলতি শিশুদের হাতে তুলে দেন খাবার এবং কিছু অর্থ। মেয়র নিজের হাতে বাচ্চাদের হাতে তুলে দেন খাবার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন