শিলিগুড়ির মেয়রকে সংবর্ধনা

 

গৌতম দেবকে সংবর্ধনা দিল শিলিগুড়ি আর্টিস্ট ফোরাম ও ওয়েবকুপার



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১ মার্চঃ  শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয় ইউনিট (ওয়েবকুপা) এবং শিলিগুড়ি আর্টিস্ট ফোরাম আজ  সংবর্ধনা দিলো শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে।আজ আর্টিষ্ট ফোরাম এবং ওয়েবকুপার তরফ থেকে শিলিগুড়ির মেয়রকে সংবর্ধনা প্রদান করা হয়।আর্টিষ্ট ফোরামের সদস্যরা গৌতম দেবকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা প্রদান করেন।গৌতম দেব জানান সবাই এখানে গুণীজন তাদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আমি অভিভূত।আমার পক্ষ থেকে ভবিষ্যতে যদি কোন রকমের সাহায্যের প্রয়োজন হয় তার ব্যাবস্থা আমি করবো।আমি জানি শিলিগুড়িতে প্রচুর প্রতিভাবান শিল্পী আছে,আর্থিক অবস্থা ভালো না হবার জন্য তারা আসতে পারছে না সামনে। আমি কথা দিচ্ছি রাজ্য সরকারের পক্ষ থেকে যতটুকু করতে পারা যায় আমি করতে চেষ্টা করবো।

মন্তব্যসমূহ