রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - পদ্যসায়র / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

  আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে  শুরু হয়েছে  সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা   ' পদ্যসায়র  ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।

                         পদ্যসায়র  /   ১    


তপন উবাচ


আলোকচিত্র : তনুশ্রী বসু সরকার



কিশলয়ে ফুটে আছে আমের মঞ্জরী লাখে লাখ
রসিক মানুষ জানে ফাল্গুনের লিপি পড়ে
আসতে কি দেরি করে রসাল বৈশাখ!

                         পদ্যসায়র  /   ২    



আলোকচিত্র : কাকলি চক্রবর্তী



পৃথিবী ধূসর-- জীবন যদি না হয় মসৃণ
'একটু দাও জীবনে রং' --নিচ্ছি ফুলের শরণ
কে জানে ফুল কী জাদু ছোঁয় সম্মোহিত মন
ফুলের কাছে জমছে ক্রমে অন্তবিহীন ঋণ।


                         পদ্যসায়র  /   ৩    



আলোকচিত্র : অসীম কুমার বসু


রঙের প্যালেটে ডুবে উঠে এল রূপবতী ফুল
সারাটা গা থেকে ঝরে মৃদুমন্দ
চেতনা মাতাল করা অতুল সুগন্ধ
যে-কেউ দেখছে তাকে বিস্ময়ে আকুল।




মন্তব্যসমূহ