শিলিগুড়ি পুরসভায় নিরঙ্কুশ রাজ্যের শাসক দল ,তৃণমূল কংগ্রেস

 শিলিগুড়ি পুরসভা দখল করল তৃণমূল 



বিশেষ সংবাদদাতা , শিলিগুড়ি , ১৪ ফেব্রুয়ারিঃ উত্তরবঙ্গের শিলিগুড়ি পুরসভাকে পাখির চোখ করে নির্বাচনে নেমেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গত বিধান সভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় , একরকম জেদ চেপে গিয়েছিল শাসক দলের কাছে। এতদিন অধরা ছিল এই পুরসভার দখল দারির। আজ সেটা পূর্ণ হল । এই শিলিগুড়ি পুরসভায় ছিল একটি প্রেস্টিজ ফাইট। একদিকে বামেদের দুর্গ  বলে পরিচিত এই এলাকা , অন্যদিকে বিজেপি'র শক্ত ঘাটি হিসেবে পরিচিত হওয়া ।  ফল প্রকাশিত হতে দেখা যায় সম্পূর্ণ উলটে গিয়েছে অনেক কিছুই । হেরেছেন বিজেপি'র বিধায়ক শঙ্কর ঘোষ , অন্যতম বিজেপি নেতা নান্টু পাল , আবার প্রাক্তণ মেয়র বাম প্রার্থী অশোক ভট্টাচার্য হেরেছেন  , বামেরা পুরোপুরি বিদ্ধস্ত নিজেদের গড়ে।  বিধানসভা নির্বাচনে যেখানে ৩৭টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি সেখানে পুরভোটে ৩৭টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল। বিজেপি পেয়েছে ৫টি আসন। বাম ৪টি ও কংগ্রেস ১টি ওয়ার্ডে জিতেছে। এক নজরে দেখে নেওয়া যাক শিলিগুড়ি পুর ভোটের ফলাফল । 

শিলিগুড়ি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন নির্বাচন-২০২২ , ফলাফল এক নজরে 


  01. তৃণমূল কংগ্রেস - সঞ্জয় পাঠক

  02. তৃণমূল কংগ্রেস - গার্গী চ্যাটার্জি

  03. তৃণমূল কংগ্রেস - রামভজন মাহাতো

  04. বিজেপি - বিবেক সিং

  05. বিজেপি - অনিতা মাহাতো

  06. তৃণমূল কংগ্রেস - আলম খান

  07. তৃণমূল কংগ্রেস - পিন্টু ঘোষ

  08. বিজেপি - শালিনী ডালমিয়া

  09. বিজেপি - অমিত জৈন

  10. তৃণমূল কংগ্রেস - কমল আগরওয়াল

  11. বিজেপি - মঞ্জুশ্রী পাল

  12. তৃণমূল কংগ্রেস - বাসুদেব ঘোষ

  13. তৃণমূল কংগ্রেস - মানিক দে

  14. তৃণমূল কংগ্রেস - শ্রাবণী দত্ত

  15. তৃণমূল কংগ্রেস - রঞ্জন সরকার

  16. কংগ্রেস - সুজয় ঘটক

  17. তৃণমূল কংগ্রেস - মিলি সিনহা

  18. তৃণমূল কংগ্রেস - সঞ্জয় শর্মা

  19. সিপিআই(এম)- মৌসুমী হাজরা

  20. তৃণমূল কংগ্রেস - অভয়া বোস

  21. তৃণমূল কংগ্রেস - কুন্তল রায়

  22. CPI(M)- দীপ্ত কর্মকার

  23. তৃণমূল কংগ্রেস - লক্ষ্মী পাল

  24. তৃণমূল কংগ্রেস - প্রতুল চক্রবর্তী

  25. তৃণমূল কংগ্রেস - জয়ন্ত সাহা

  26. তৃণমূল কংগ্রেস - সিক্তা দে বসু রায়

  27. তৃণমূল কংগ্রেস - প্রশান্ত চক্রবর্তী

  28. তৃণমূল কংগ্রেস - সম্প্রিতা দাস

  29. সিপিআই(এম)- শরদিন্দু (জয়) চক্রবর্তী

  30. তৃণমূল কংগ্রেস - সাথী দাস

  31. তৃণমূল কংগ্রেস - মৌমিতা মন্ডল (মউ)

  32. তৃণমূল কংগ্রেস - তাপস চ্যাটার্জি

  33. তৃণমূল কংগ্রেস - গৌতম দেব

  34. তৃণমূল কংগ্রেস - বিমান তরফদার

  35. তৃণমূল কংগ্রেস - সম্পা নন্দী

  36. তৃণমূল কংগ্রেস - রঞ্জন শীল শর্মা

  37. তৃণমূল কংগ্রেস - অলোক ভক্ত

  38. তৃণমূল কংগ্রেস - দুলাল দত্ত

  39. তৃণমূল কংগ্রেস - পিংকি সাহা

  40. তৃণমূল কংগ্রেস - রাজেশ প্রসাদ শা (মুন্না প্রসাদ)

  41. তৃণমূল কংগ্রেস - শিবিকা মিত্তল

  42. তৃণমূল কংগ্রেস - শোভা সুব্বা

  43. তৃণমূল কংগ্রেস - সুখদেব মাহাতো

  44. তৃণমূল কংগ্রেস - প্রীতিকানা বিশ্বাস

  45. সিপিআই(এম)- মুন্সী নূরুল ইসলাম

  46. ​​তৃণমূল কংগ্রেস - দিলীপ বর্মণ

  47. তৃণমূল কংগ্রেস - অমর আনন্দ দাস

মন্তব্যসমূহ