রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - পদ্যসায়র / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

 

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে  শুরু হয়েছে  সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা   ' পদ্যসায়র  ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।

                         পদ্যসায়র  /   ১    


তপন উবাচ


আলোকচিত্র : ইন্দ্রাণী ভট্টাচার্য

রক্তিম রূপের ডালি--দেখে তাকে
    কেঁপে ওঠে দ্যুলোক-ভূলোক
যত দেখি, যতবার দেখি, ফেরাতে পারি না এই
      সৌন্দর্যপ্রেমিক চোখ।

                         পদ্যসায়র  /   ২   


আলোকচিত্র : কমলিনী চক্রবর্তী

তুমিই কি সুরভি দিয়ে চলে যাও আঁচল উড়িয়ে
   মিশে গেছো ভিড়ের আড়ালে!
দিবাশেষে অন্তিম প্রহরে
যেই না খুলেছি একা স্মৃতিঝাঁপি
    সুরভিত দুই হাত সহাস্যে বাড়ালে।

                         পদ্যসায়র  /   ৩     


আলোকচিত্র : মিলা চৌধুরী

গোলপের কুঁড়ি ফোটেনি তো আজও
লেপ মুড়ি দিয়ে ঘুমায়
তারাও জেনেছে টাটকা খবর
           বরফ পড়ছে কলকাতায়
ভোরের কাকেরা ডাকেনি তারাও
পাতার আড়ালে লুকায়
তারাও জেনেছে টাটকা খবর
              বরফ পড়ছে কলকাতায়।

মন্তব্যসমূহ