রাজনৈতিক সৌজন্যতা আলিপুরদুয়ারে অনুকরণ করার মত

 

রাজনৈতিক সৌজন্যতার প্রতীক আলিপুরদুয়ার , পুর নির্বাচনের  প্রচারেও দেখা গেল সেই ছবি  



কুশল দাশগুপ্ত , আলিপুরদুয়ার , ১৭ ফেব্রুয়ারিঃ রাজনৈতিক সৌজন্যতা আলিপুরদুয়ার শহরের সম্পদ । যেখানে রাজ্যের অন্যান্য প্রান্তে সর্বদা রাজনৈতিক হানাহানি লেগেই থাকে , সেখানে উল্টো ছবি আলিপুরদুয়ারে । ভোট প্রচারে বেরিয়ে পুরসভার দুই নম্বর ওয়ার্ডের সমস্ত রাজনৈতিক দলের নেতারা চা চক্রে একসঙ্গে হাজির । হাজির ছিলেন দুই নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তানিয়া দত্ত রায়, তৃনমূলের প্রার্থী শিল্পী ঘোষ ভদ্রের স্বামী সত্যজিৎ ঘোষ , নির্দল প্রার্থী শীলা দত্তের বাবা প্রাক্তন চেয়ারম্যান ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী আশীষ দত্ত , প্রার্থী পলি রায় চৌধুরীর স্বামী পার্থ রায় চৌধুরী সহ সমস্ত দলের নেতারা দীর্ঘ সময় মাধবমোড়ে রাস্তার ধারে বসে নিজেদের মধ্যে রাজনৈতিক সৌজন্যতা বিনিময় করেন । সমস্ত দলের প্রার্থী এবং দলীয় নেতাদের একসঙ্গে দেখে ভীড় জমে যায় শহরের প্রাণ কেন্দ্র মাধবমোড়ে ।আলিপুর দুয়ারের সাধারন মানুষের ভাষায় আমাদের এই ঐক্য আমাদের মুল শক্তি।ভোটের ফলাফল যাই হোক না কেন আমরা এই আন্তরিকভাবে একে অপরের সাথে যুক্ত।কারণ রাজনীতি একটা আলাদা অঙ্গ।তার সাথে জীবনকে মিলিয়ে ফেললে চলবে না কখনোই।

মন্তব্যসমূহ