পাঁচ কর্মবীরকে সম্মানিত করল রোটারী ক্লাব গার্ডেনরিচ
সমীরণ দাস, কলকাতা , ১৭ ফেব্রুয়ারিঃ নিজের কাজের প্রতি দায়িত্বশীলতা এবং নিষ্ঠা আজকাল খুবই কম দেখত পাওয়া যায়। রোটারী ক্লাব গার্ডেনরিচ বিগত করোনাকালে এবং বর্তমানেও নিজেদের কাজে অবিচল।সমাজের বিভিন্ন স্তরের মানুষ দের থেকে পাঁচ জন কর্মবীর কে সন্মানিত করল ১৫ই ফেব্রুযারি। বিএন আর অফিসার্স ক্লাবে এক ঘরোয়া অনুষ্ঠানে সম্মানিত হলেন এই পাঁচ জন।১.শ্রী তারক মালারকার(কলকাতা পুরসভার একজন হাউস গার্বেজ কালেক্টর,১২৮নং ওয়ার্ড)
২. সুমিত্রা চ্যাটার্জি ( সাউথ ইস্টার্ন রেল ,সেন্ট্রাল হসপিটাল সেবিকা কভিড করোনা বিভাগ)
৩.মহাম্মদ মোক্তার(টি টি ইTTE, টি আই TI ,বি এন আরBNR and SE)
৪. মোহাম্মদ ইসরাদ (সাব ইন্সপেক্টর বেহালা থানা)
৫.কৌশিক সরকার ( কনস্টেবল ওয়েস্ট পোর্ট থানা)
প্রত্যেকের হাতে মানপত্র ও উপহার তুলে দেওয়া হয়। সান্ধ্যকালীন এই অনুষ্ঠানে এই পাঁচ কর্মবীরের কাজের দায়িত্ব এবং কর্তব্যের কথা উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন