শিলিগুড়ি পুরসভার নতুন বোর্ডের শপথ ২২ শে ফেব্রুয়ারি
কুশল দাশগুপ্ত , আগামী ২২ শে ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরো বোর্ড গঠন হতে চলেছে। সেদিন ওই জেলাশাসক মেয়রের শপথ বাক্য পাঠ করাবেন। মেয়র হওয়ার প্রথম মিটিং প্রসেসিং এর দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ার্ড নাম্বার ১০ এর তৃণমূল কাউন্সিলর কমল আগরওয়াল কে আরো জানা গেছে সেদিনই শপথ নেবেন শিলিগুড়ি পুরসভার ৪৭জন কাউন্সিলার। ডেপুটি মেয়রও সেদিনই শপথ নেবেন। এখন কে হবেন ডেপুটি মেয়র এ নিয়ে জোর আলোচনা চলছে। শোনা যাচ্ছে মহিলা ডেপুটি মেয়র করাও হতে পারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন