শিলিগুড়ি পুরসভা এই প্রথম তৃণমূলের দখলে

 

উত্তরবঙ্গে বিজেপি'র মুখোশ পুরোপুরি খুলে দিয়েছে শিলিগুড়ির মানুষ - শিলিগুড়িতে মমতা


কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি ,১৪ ফেব্রুয়ারিঃ  নৌকাঘাট মোড়ে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।আজ ঠিক দুপুর আড়াইটের সময় তিনি বাগডোগরা বিমানবন্দরে নামেন।সেখান থেকেই সোজা চলে যান নৌকাঘাট মোড়ে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে।সেখানে তিনি জানান শিলিগুড়ি পুরসভা তৃণমূল কংগ্রেসের দখলে যাওয়ায় তিনি প্রচণ্ড খুশি।এবং কলকাতা থেকেই তিনি ঘোষনা করেছিলেন গৌতম দেব শিলিগুড়ির পরবর্তী মেয়র হবেন,কারণ তিনি সবচাইতে অভিজ্ঞ।মুখ্যমন্ত্রী আরো জানান এবার শিলিগুড়ির মানুষ বিজেপীর মুখোশটাকে পুরোপুরি খুলে দিয়েছে.আর ভবিষ্যতে তারা এই ভুল করবে না।মুখ্যমন্ত্রী আরো জানান শিলিগুড়ির মানুষ উন্নয়ন এবারে আরো বেশী করে দেখতে পাবে।মুখ্যমন্ত্রী জানান তিনি সবচাইতে বেশী খুশি হয়েছেন শিলিগুড়ির  ২৪ নং ওয়ার্ডে প্রতুল চক্রবর্তীর জয়ে।তিনি বলেন এই বয়সে প্রতুলদা অনেক পরিশ্রম করেছেন,আজ তার মুল্য পেয়ে গেলেন তিনি।মুখ্যমন্ত্রী আরো জানান তিনি সময় পেলে গৌতম দেবের সাথে আলোচনায় বসবেন শিলিগুড়িকে নিয়ে।

মন্তব্যসমূহ