শিলিগুড়ির পুরনির্বাচনে প্রচারে ঝড় তুলতে পথে বিজেপি সাংসদ
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২২ জানুয়ারিঃ প্রচারে রাজু সিং বিসতা।আজ সকালে শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপী প্রার্থীদের হয়ে প্রচারে নামলেন বিজেপী সাংসদ রাজু বিসতা।সাংসদ আজ সকাল থেকেই শিলিগুড়ির বেশকিছু ওয়ার্ডে ঘোরেন এবং বাসিন্দাদের সাথে দেখা করে তাদের সুবিধা অসুবিধার কথা জিঞ্জাসা করেন।সাংসদের সাথে ছিলেন শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডের বিজেপী প্রার্থীরা।এদিন সাংসদ রাজু সিং বিসতা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান আমি কথা দিয়েছি এইসব মানুষকে যে আগামীদিনে যদি বিজেপী ক্ষমতায় আসে তবে মানুষকে তাদের যথাযথ সুবিধা প্রদান করবেন।বিজেপীর এবারে লক্ষ আধুনিক শিলিগুড়ি।এবং যতটা পারা যায় শিলিগুড়ির মানুষের সমস্যা দুর করা।এদিন সাংসদ আরো জানালেন বিজেপী ক্ষমতায় আসলে গোটা শিলিগুড়ি শহরকে সিসি টিভি দিয়ে মুড়ে দেওয়া হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন