সারা রাজ্যে শ্রদ্ধায় পালিত হল কল্পতরু উৎসব

 

শ্রদ্ধায় পালিত কল্পতরু উৎসব 



বিশেষ প্রতিনিধি , কলকাতা ও উত্তরবঙ্গ , ১ জানুয়ারিঃ কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব । ১৮৮৫ সালের অক্টোবর মাসে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে কাশীপুর উদ্যান বাটীতে আনা হয় চিকিৎসার জন্য। দূষণ মুক্ত পরিবেশে ঠাকুরের শরীর বেশ সুস্থ থাকতে দেখা যায় । চিকিৎসক মহেন্দ্রলাল সরকারের পরামর্শক্রমে এই স্থানে এনে রাখা হয় ঠাকুরকে । এই স্থানেই ১৮৮৬ সালের ১ লা জানুয়ারি ,বিকেল তিনটের সময় , ঠাকুর উদ্যান ভ্রমণে বেরিয়ে কল্পতরু হন। আর সেই দিনটিকে শ্রদ্ধালুরা কল্পতরু দিবস হিসেবে পালন করে আসেন সেই সময় থেকেই । এবছরও আজ ভক্তদের প্রবেশধিকার ছিল না কাশীপুর উদ্যান বাটিতে। কেননা করোনা সংক্রমণ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত । যদিও মন্দিরের অভ্যন্তরে শ্রদ্ধা সহকারে পালিত হয় এই উৎসব । 

এদিন কামারপুকুরে ভক্তসমাগমে পালিত হয় কল্পতরু উৎসব। মঠের মতে , যেহেতু ভক্তসমাগম কম হয় , তাই এদিন করোনা স্বাস্থ্য বিধি মেনে ভক্তদের প্রবেশাধিকার দেওয়া হলেও , মুল মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। 

কল্পতরু উৎসব পালিত  প্রধান নগর রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে।আজ সকাল থেকেই শিলিগুড়িতে মহাসমারোহে পালিত হল  কল্প তরু উৎসব।ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পালন করা হল এই উৎসব।আজ বিভিন্ন আশ্রমে ভক্তদের ভীড় ছিলো কল্প তরু উৎসবকে নিয়ে।ভক্তদের ভীড় ছিলো প্রতিটা আশ্রমে।প্রত্যেকেই তাদের মনের আশা পূরন করতে গিয়ে উপস্থিত হন আশ্রমে।ঠাকুরের কাছে।সাউডাঙ্গীতে আজ ঠাকুরের কাছে শ্রদ্ধা নিবেদন করেন প্রচুর ভক্ত তাদের মনের আশা পূরন করতে।শিলিগুড়িতে বিভিন্ন জায়গাতে কোভিড বিধি মেনেই পালন করা হয় কল্প তরু উৎসব।

মন্তব্যসমূহ