শিলিগুড়ি পুরসভার ভবিষ্যৎ মেয়র হিসেবে নিজেকে ঘোষণা করলেন বিজেপি'র বিধায়ক শংকর ঘোষ
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২০ জানুয়ারিঃ মেয়র আমিই দাবী শঙ্কর ঘোষের। নিজেকে শিলিগুড়ির ভবিষ্যত মেয়র ভাবছেন বিজেপি'র শঙ্কর ঘোষ।তিনি জানালেন আমি আজকে বলছি শিলিগুড়িতে এবারে বিজেপি ক্ষমতায় আসবে আর আমি মেয়র ভাবছি নিজেকে।যদিও সবটাই দলের উপরে আমি ছেড়ে দিয়েছি।তবে এতটুকু বলতে পারি,শিলিগুড়িতে আগামী পুরনির্বাচনে বিজেপী ক্ষমতায় আসছে।শিলিগুড়ির মানুষ তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের কাজ দেখে নিয়েছে আর কংগ্রেসের কথা না বলাই ভালো,তাই আমার বিশ্বাস এবারের পুরনির্বাচনে বিজেপী নিজের ক্ষমতা দেখাবে।এবং মানুষ এই পুরনির্বাচনে বিজেপীকে জেতাবে।আর আমি আশাবাদী আমার ওয়ার্ড থেকে আমি বিপুল ভোটে জয়লাভ করবো।মানুষের সমস্যা জেনে মানুষের পাশে দাড়িয়েছি আমি,চেষ্টা করছি তা সমাধানের।আর এই পুরভোটে তার প্রতিফলন হবে।বিজেপী এবারে শিলিগুড়িতে ক্ষমতায় আসছে,তাই আমি এই ব্যাপারে সম্পুর্ন নিশ্চিত।শঙ্কর ঘোষ আরো জানান মানুষ চাইছে না বিজেপী ছাড়া অন্য কোন দল ক্ষমতায় আসুক তাই আমি শতকরা একশোভাগ নিজে এবং জয়ের ব্যাপারে নিশ্চিত।তবে আমি এতটুকু বিশ্বাস করি মানুষের পাশে তাদের সমস্যায় থাকতে হবে।আমি এতটুকু বিশ্বাস করি এবারে শিলিগুড়ির মানুষ বিজেপীকে ক্ষমতায় নিয়ে আসবে।আর আমি শিলিগুড়ির ভবিষ্যত মেয়র হব জানালেন আত্মবিশ্বাসী শঙ্কর ঘোষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন