স্কুলের মিড ডে রান্নাঘরে হাতির হানা , ভাঙ্গল ঘর
নিজস্ব সংবাদদাতা , আলিপুরদুয়ার , ২৩ জানুয়ারিঃ বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের নুরপুর শফিকুল মাধ্যমিক শিক্ষাকেন্দ্র। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে পানবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে দুটো হাতি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের রন্ধনশালায় হানা দেয়। রন্ধনশালার দেওয়াল ভেঙ্গে পড়ুয়াদের মিড- ডে মিলের জন্য রাখা কিছু চাল ও অন্যান্য সামগ্রী সাবাড় করে ফের জঙ্গলে ফিরে যায় তারা। স্থানীয়দের থেকে খবর পেয়ে শিক্ষাকেন্দ্রের দুই সম্প্রসারক হরেন্দ্র দেবনাথ ও ধীরেন নার্জিনারি রবিবার সকালে শিক্ষাকেন্দ্রে আসেন।
তাঁরা জানান, এই নিয়ে শিক্ষাকেন্দ্রে চতুর্থবার হানা দিল বুনো হাতি।
স্থানীয় যুবক সঞ্জয় বর্মন জানান, শিক্ষাকেন্দ্রটি দ্রুত মেরামত করা দরকার। কারণ এলাকায় এটি একমাত্র স্কুল যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করার সুযোগ পায়।
উল্লেখ্য, এই বিষয়ে পশুপ্রেমী বাদল সিকদার বলেন, এই সময় জঙ্গলে খাদ্যের অভাব হয় হাতিদের। তাই এই সময় বন বিভাগের হাতিদের খাদ্যের যোগান দেওয়া উচিত। জঙ্গল ফাঁকা হা হা করছে। বন সুরক্ষা দলের উচিত বনগুলোকে আরও সতেজ করে এবং বনদপ্তরকে যৌথভাবে রাতে টহোল চালানো উচিত। এই শিক্ষাকেন্দ্রটি সশস্ত্র সীমা বলের দত্তক নেওয়া উচিৎ। ফলে দ্রুত শিক্ষাকেন্দ্রটি মেরামতের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবে সশস্ত্র সীমা বল(SSB)।
তাঁরা জানান, এই নিয়ে শিক্ষাকেন্দ্রে চতুর্থবার হানা দিল বুনো হাতি।
স্থানীয় যুবক সঞ্জয় বর্মন জানান, শিক্ষাকেন্দ্রটি দ্রুত মেরামত করা দরকার। কারণ এলাকায় এটি একমাত্র স্কুল যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করার সুযোগ পায়।
উল্লেখ্য, এই বিষয়ে পশুপ্রেমী বাদল সিকদার বলেন, এই সময় জঙ্গলে খাদ্যের অভাব হয় হাতিদের। তাই এই সময় বন বিভাগের হাতিদের খাদ্যের যোগান দেওয়া উচিত। জঙ্গল ফাঁকা হা হা করছে। বন সুরক্ষা দলের উচিত বনগুলোকে আরও সতেজ করে এবং বনদপ্তরকে যৌথভাবে রাতে টহোল চালানো উচিত। এই শিক্ষাকেন্দ্রটি সশস্ত্র সীমা বলের দত্তক নেওয়া উচিৎ। ফলে দ্রুত শিক্ষাকেন্দ্রটি মেরামতের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবে সশস্ত্র সীমা বল(SSB)।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন