সারাদেশে পালিত নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী

 

সারাদেশের সঙ্গে রাজ্যেও শ্রদ্ধায় পালিত নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী 



বিশেষ সংবাদদাতা , কলকাতা , ২৩ জানুয়ারিঃ  আজ সারা দেশে পালিত হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী । আজ রাজ্যের পাড়ায় পাড়ায় যেমন র‍্যালী বের হয়। তেমনি শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন বিদ্যালয়ে। 


আজ রাজ্যের মুল অনুষ্ঠান হয় রেড রোডে। রেড রোডে নেতাজি মুর্তিতে মাল্যদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় । এদিন এই অনুষ্ঠানে বাঙ্গালীর নেতাজি আবগের প্রসঙ্গ তুলে তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। এদিন দিল্লীতে সকালে নেতাজির মুর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যায় দিল্লীতে নেতাজির হলোগ্রাম মুর্তির উদ্বোধন করেন তিনি।



 এখানেই বসবে নেতাজির একটি গ্রানাইটের মুর্তি। আজ পরাক্রম দিবস হিসেবে পালিত হয় দিনটি। আর সুচনা হয় সাধারণতন্ত্র দিবস পালনের অনুষ্ঠানের। 

ছবি সৌজন্যঃ সংবাদ মাধ্যম 

মন্তব্যসমূহ