সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
ফুটবলার ও কোচ সুভাষ জীবনের ময়দানের লড়াই হার মানলেন
জীবনের ময়দান থেকে চিরবিদায় নিলেন ময়দানের সুভাষ
বিশেষ সংবাদদাতা , কলকাতা , ২২ জানুয়ারিঃ কলকাতা ফুটবলের ময়দানের প্রবাদপ্রতিম কোচ জীবনের ময়দান থেকে চিরবিদায় নিলেন। প্রয়াত প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক । শনিবার সকালে একবাল্পুরের একটি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুভাষ। ইস্টবেঙ্গল , মোহনবাগান এবং ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার এবং আশিয়ান কাপজয়ী কোচ সুভাষ ভৌমিক দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সুগার এবং কিডনির অসুখে ভুগতে থাকা সুভাষকে প্রায় সাড়ে তিন মাস নিয়মিত ডায়ালিসিস করাতে হচ্ছিল। প্রায় বছর কুড়ি আগে বাইপাস সার্জারি হয়েছিল তাঁর। সপ্তাহ দুয়েক আগে বুকে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন একবালপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। আজ সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন