নিজেদের ভালো চাইলে তৃণমূলকে ভোট নয় - শিলিগুড়ির প্রাক্তণ মেয়র অশোক
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২১ জানুয়ারিঃ তৃণমূল কংগ্রেসকে একটিও ভোট দেবেন না,যদি আপনারা আপনাদের নিজেদের ভাল চান।আজ শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক সন্মেলন করে শিলিগুড়ির প্রাক্তন মেয়র এই আবেদন জানান শিলিগুড়ির মানুষের কাছে।আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক ভট্টাচার্য জানান তৃণমূল কংগ্রেস একটা ভয়াবহ এবং ভয়ানক দল,ওরা যদি শিলিগুড়িতে ক্ষমতায় চলে আসে তবে শিলিগুড়ির মানুষের আর রক্ষা থাকবে না।ওরা নিজের জোরে সব দলের লোকেদের নিজেদের দলে নিয়ে নেবে।সারা রাজ্যের মতন শিলিগুড়ির অবস্থা হয়ে যাবে।তৃনমুল মানেই সন্ত্রাস আর তৃণমূল মানেই মানুষের হয়রান হওয়া।আমি তাই শিলিগুড়ির মানুষের কাছে আবেদন জানাচ্ছি তারা যেন তৃণমূল কংগ্রেসকে কোন ভোট না দেয়।শিলিগুড়িতে তৃণমূল কোন উন্নয়ন করতে পারে নি,আর ক্ষমতায় আসলেও কিছুই করবে না।তাই আমি শিলিগুড়ির সাধারন নাগরিকদের অনুরোধ করছি তারা আর যাই করুন না কেন,তৃনমুলকে যেন কোনভাবেই ভোট না দেন।আমি নিজে সবার কাছে একান্ত আহবান জানাচ্ছি।এদিন অশোক ভট্টাচার্য্যের সাথে ছিলেন জীবেশ সরকার এবং মুকুল সেনগুপ্ত।এদিন প্রায় দেড় ঘন্টা সাংবাদিকদের বিভিন্ন কথার উত্তর দেন অশোক ভট্টাচার্য।তিনি বলেন মানুষ দেখছে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস কিভাবে অত্যাচার করছে,তাই তাদের আটকাতে পারে মানুষই।তৃনমুল কংগ্রেসকে একটিও ভোট না দিয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন