করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে জলপাইগুড়ি নিয়ে চিন্তায় প্রশাসন থেকে সাধারণ মানুষ

 

করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে চিন্তায় জলপাইগুড়ির মানুষ 



নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ২৩ জানুয়ারিঃ করোনা পরীক্ষা করতেই পজিটিভ ধরা পড়ছে জলপাইগুড়িতে। গত কয়েক দিন ধরেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ৱ্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান হচ্ছে। রবিবার জলপাইগুড়ি বয়েলখানা বাজারে মাস্ক পারেননি এমন ৫০ জনের করোনা পরীক্ষা করান হলে ৬ জনের রেজাল্ট পজিটিভ বের হয় বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। আক্রান্তদের বাড়িতে নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গেছে।এদিকে জলপাইগুড়িতে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরবাসীর মধ্যে।রোজই প্রায় দশ থেকে কুড়ি জনের মত আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।এত আক্রান্ত বেড়ে যাওয়াতে চিন্তায় স্থানীয় প্রশাসনও।প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আক্রান্ত হলেই তাকে নিভৃতাবাসে থাকতে হবে।অবশ্যই তার আগে তার শারীরিক অবস্থা খতিয়ে দেখা হবে।জলপাইগুড়ি শহরে দিনের পর দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা,এই আক্রান্তদের নিয়ে চিন্তায় পুলিশও।পুলিশের তরফ থেকে মানুষের কাছে অনুরোধ রাখা হয়েছে তারা যেন কোনভাবেই আক্রান্ত অবস্থাতে বাইরে না বের হন।পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা সবসময় সাধারন মানুষের পাশে আছেন।তাদের কথা শুনে চলতে হবে আক্রান্তদের।

মন্তব্যসমূহ