বর্ষীয়ান সাংবাদিক চিরঞ্জীবের স্মৃতিচারণা সুভাষ ভৌমিককে নিয়ে

 


সুভাষ ও চলে গেল



( বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক চিরঞ্জীবের সঙ্গে প্রায় আত্মীয়তার সম্পর্ক সুভাষ ভৌমিকের। আজ জীবনের ময়দান থেকে সুভাষ ভৌমিকের চলে যাওয়ার দিনে বেহালার দিন প্রতিদিনের শ্রদ্ধার্ঘ্য চিরঞ্জীবের স্মৃতিচারণা দিয়ে )
কলকাতা ফুটবলের জোড়া ফলার অন্যতম ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। উত্তরবঙ্গ থেকে একই সঙ্গে এসেছিল সুভাষ ও সু কল্যান ঘোষদস্তিদার । ওদের নিয়ে আনন্দ বাজার পত্রিকায লিখি পাশাপাশি জোডা ফটো দিযে। সুভাষ কেমন ফুটবলার ছিল সে বিচার মূল্যায়ন করবেন বিশেষজ্ঞরা। ও আমার ছিল ছোট ভাইয়ের মতো।
বিযে হয খুকুর সঙ্গে। মানে আন্দামান অভিযানের সেই পিনাকী চ্যাটার্জি বোন। আমি ওদের পরিবারের ই একজন।
কিছুদিন আগে পিনাকীর ছেলে আনন্দ মিরাট থেকে জানায পিসেমশাই খুব অসুস্থ। অথচ কয়েকমাস আগে আমাদের স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে অজয় বসুর জন্মশতবর্ষ অনুষ্ঠানে ওকে বেশ সুস্থ ই দেখি। আমাদের দুই পরিবারের কুশল বিনিময়। আজ সকালে ওর বিদায়ে আমি স্বজন হারানোর বেদনায। খুকু ও ওর ছেলেকে
সমবেদনা জানাবার ভাষা নেই।
সৌজন্যঃ সামাজিক মাধ্যম

মন্তব্যসমূহ