বছরের শুরুর দিনে থেকেই শিলিগুড়ি পুর নির্বাচনী প্রচারে রাজ্যের শাসক দল তৃণমূল

 শিলিগুড়িতে পুর নির্বাচনের প্রচারে সবার আগে নামল তৃণমূল কংগ্রেস 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২ জানুয়ারিঃ শিলিগুড়ির ১৪নং ওয়ার্ডে নিজেই আজ দেওয়াল লিখন শুরু করলেন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রাবনী দত্ত,গতবারের বিজয়ী কাউন্সিলার গত কয়েক মাস ধরে শিলিগুড়ি পুরসভার অন্যতম বোর্ড অফ আডমিনিষ্ট্রেটার ছিলেন । তিনিজানালেন , "আমি এবারে গতবারের চেয়ে বেশী আশাবাদী আমি জিতবো।এবারের ভোটে জিততে আমি ওয়ার্ডের প্রত্যেক মানুষের কাছেই পৌছে যাব ," জানালেন শ্রাবনী দত্ত।তিনি আরো জানালেন যে মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা পেয়েছেন গোটা পশ্চিমবঙ্গের মানুষ। একজন সাধারন কর্মী হিসাবে তার এই প্রচারকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি।শ্রাবনী দত্ত আরো জানালেন , এবারে তাঁর ওয়ার্ডে ভোটার অনেক বেড়েছে,কাজেই একটু পরিশ্রম করতে হবে।তবে এবার তার বিশ্বাস , তিনি এবারে গতবারের চাইতে আরো বেশী ভোটে জিতবেন  আর শিলিগুড়িতে এবারে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। শ্রাবনী দত্ত বলেন , ' আমার সময়ে মানুষের জন্য যতটা পারি করতে চেষ্টা করেছি।আমার ওয়ার্ডে হরিজন ভাইদের একটা আলাদা এলাকা আছে,আমি তাদের চাহিদা মেটানোর চেষ্টা করেছি,আর আমার চেষ্টা যতটা পারি করতে চেষ্টা করেছি।এবারে আমার পরিক্ষা শুরু,আমি আশাবাদী আমি জনগনের রায়ে জয়লাভ করবো।' দুএকদিনের মধ্যে আমি লিষ্ট পেয়ে যাব,তারপরেই আমি বাড়ি বাড়ি পৌছে যাব জানালেন জয়ের ব্যাপারে আশাবাদী শ্রাবনী দত্ত।

বছরের শুরুতে প্রচার শুরু করে দিলেন তৃণমূলের প্রার্থীরা। শিলিগুড়ির পনেরো নং ওয়ার্ডে নিজের প্রচার শুরু করলেন রঞ্জন সরকার।আজ সকাল থেকেই শুরু করে দিয়েছেন প্রচার।তিনি জানালেন আজ থেকে নয়,আমি গতকাল থেকেই প্রচার শুরু করে দিয়েছি।পনেরো নং ওয়ার্ডে প্রচুর ভোটার আছেন,আমাকে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে পৌছাতে হবে।আর শীতের সময় এত সময় পাওয়া যায় না।আমি দলীয় কর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী কাল থেকেই যেন মাঠে নেমে যায় গোটা পনেরো নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস।যেখানে অসুবিধা হবে আমি তো আছিই নিশ্চিতরূপে।আমাদের হাতে সময় খুব একটা বেশী নেই।মানুষের বাড়ি বাড়ি পৌছাতে দরকার সময়।তাই একমুহুর্ত সময় নষ্ট করলে চলবে না।আমাকে মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন কথা পৌছিয়ে দিতে হবে।তাই এদিন রঞ্জন সরকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে গোটা ওয়ার্ড ঘুরে বেড়ান।

মন্তব্যসমূহ