শিলিগুড়ির পুর নির্বাচনে তৃণমূল প্রার্থী প্রতুল চক্রবর্তীর দুই সঙ্গীকে ঘিরে বিতর্ক
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২১ জানুয়ারিঃ দুজন বিতর্কিত সঙ্গীকে নিয়ে বিতর্ক শুরু শিলিগুড়ির ২৪নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতুল চক্রবর্তীকে নিয়ে।গতকাল এক অপহৃত কিশোরকে নিয়ে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির ২৪ নং ওয়ার্ডে।অভিযোগ দুজন গ্রেপ্তার হওয়া যুবক শিলিগুড়ি টাউন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।যদিও প্রতুল চক্রবর্তী জানিয়ে দিয়েছেন অপরাধী যেই হোক , যে পদেই থাকুক না কেন শাস্তি তাকে পেতেই হবে।আর এই ব্যাপারে তিনি কোনরকম ভাবেই সাহায্য করবেন না অপরাধীদের।বিষয়টি নিয়ে সোজাসুজি কথা বলেছেন পাপিয়া ঘোষও।দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সোজাসুজি জানিয়ে দিয়েছেন যেই হোক দল কোন রকমের অপরাধ সহ্য করবে না।যদি সে অপরাধ করে থাকে , তবে শাস্তি তাকে পেতেই হবে।এদিকে ভোটের সামনে এই ঘটনা সামনে চলে আসায় যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস।যদিও তাদের শীর্ষ স্থানীয় নেতারা ড্যামেজ কন্ট্রোল করতে নেমে পড়েছেন,তবুও ভোটের আগে এই ঘটনায় যথেষ্ট বিপাকে পড়েছে তৃণমূল শিবির।অনেকেই মনে করছেন এর প্রভাব পড়তে পারে ভোট বাক্সে ।যদিও এই বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব,তবুও ভোটের আগে ঘটে যাওয়া এই ঘটনায় যথেষ্ট প্রভাব পড়তে পারে তৃণমূল কংগ্রেসের ২৪ নং ওয়ার্ডে , এটাই এখন সাধারন মানুষের মুখে মুখে ঘুরছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন