গরীব দুস্থঃদের পাশে দাঁড়াতে কাজ শুরু করল স্বয়মসিদ্ধা
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১ ডিসেম্বরঃ আজ শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে স্বয়মসিদ্ধা ( Swayamsigdha)র এক আলোচনা সভা অনুষ্ঠিত হল।এই সভাতে উত্তরবঙ্গের সমস্ত জেলাজুড়ে করা হবে NULM এর কাজ।এই সংস্থার কাজ হল এই সমস্ত জায়গার গরীব এবং দুস্থদের জন্য খাদ্য এবং থাকবার ব্যবস্থা করা।এই সংস্থার চেয়ারম্যান সুজাতা চৌধুরী জানান আপাতত দুই জেলা দার্জিলিং এবং কালিম্পং এ এই সংস্থার কর্মীরা কাজ করবে।এইখান থেকে কর্মীদের বের করা হবে সব দুস্থদের খুজে বের করার জন্য,প্রথমে তাদের পুর্নবাসন এবং পরে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করবে এই সংস্থা।আজ এই আলোচনাসভাতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যতম বোর্ড অফ আডমিনিষ্ট্রেটার রঞ্জন সরকার,মানিক দে এবং শ্রাবনী দত্ত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন