বড়দিনের আগেই রাস্তায় সান্তা

 

বড়দিনের আগেই বেপরোয়া চালকদের রক্ষায় সান্তা পথে 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১৮ ডিসেম্বরঃ বছরের শেষের কটাদিন সবাই চায় একটা বেপরোয়া হতে। আর সেই বেপরোয়া গিয়ে হাতের স্টিয়ারিং বেসামাল হয়ে প্রাণ যায় অনেকের । তাই এবার এই বেপরোয়া সেই সব চালকদের সচেতন করতে সান্তা নামল পথে।   বড়দিনের আগেই শনিবার সকালের আলো ফুটতে না ফুটতেই পথচারী থেকে মোটর বাইক, ছোট গাড়ি চালকদের বিভিন্ন বিষয়ে সচেতন করতে জটেশ্বরের রাস্তায় হাজির এক সান্তাক্লজ। আর এহেন দৃশ্য দেখে অবাক স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থা জটেশ্বর এডুকেশন সেন্টারের উদ্যোগে সান্তাকে নিয়ে এই অভিনব সচেতনতা মূলক প্রচার চালানো হয়। পাশাপাশি,পথ চলতি মানুষের হাতে চকলেট তুলে দেওয়া হয়।

মন্তব্যসমূহ