দীর্ঘদিন পর খুলছে ডুয়ার্সের মধু চা বাগান

 

সাত বছর পর খুলছে ডুয়ার্সের মধু চা বাগান 


সজল দাশগুপ্ত , ডুয়ার্স , ১৯ ডিসেম্বরঃ   শেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো, সাত বছর পর আবার খুলতে চলেছে ডুয়ার্সের মধু চা বাগান। সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষ জানিয়েছে চলতি মাসের শেষ সোমবার মধু চা বাগান আবার খুলে যাবে। স্বভাবতই এই সংবাদ শোনার পর খুশির হাওয়া চা শ্রমিকদের মধ্যে।

২০১৪ সালের সেপ্টেম্বর মাসে বন্ধ হয়ে গিয়েছিলো এই চা বাগান। সংশ্লিষ্ট চা বাগানের শ্রমিকরা তখন ভুটানে গিয়ে কাজ শুরু করেন। কিন্তু করণা মহামারীর কারণে লকডাউন এরপর সবকিছু ওলট-পালট হয়ে যায়। তাদের কাজ আবার বন্ধ হয়ে যায়। তখন তারা চা বাগান খুলবার জন্য আন্দোলনের পথে নামে ন। তাদের আন্দোলন সফল হয়েছে খুব দ্রুত খুলতে চলেছে এই চা বাগান।

মন্তব্যসমূহ