শিলিগুড়ির বি এস এন এল দপ্তরে আগুনে চাঞ্চল্য

 

শিলিগুড়ির বি এস এন এল দপ্তরে আগুন 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১ ডিসেম্বরঃ  বিএসএনএল দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। সোমবার কলেজ পাড়ায় বিএসএনএল দপ্তরের তৃতীয় তালার অফিস ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে বিএসএনএল কর্মীরা। সাথে সাথে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয় দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যে ঘরে আগুন লাগে সেই ঘরে কিছু যন্ত্রপাতি রয়েছে। সম্ভবত সেই সমস্ত যন্ত্রপাতিতে শর্ট সাকিট হয়েই আগুন লেগে থাকতে পারে বলে বিএসএনএলের কর্মীদের প্রাথমিক অনুমান। তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকলকর্মীরা ।

মন্তব্যসমূহ