ভারতীয় মহিলা ক্রিকেট দলের মিতালি রাজের বায়োপিকের শুটিং লর্ডসের মাঠে , পরিচালক সৃজিত
সজল দাশগুপ্ত , কলকাতা , ১ নভেম্বরঃ ক্রিকেটের মক্কা লর্ডস এর কথা উঠলে দুইটি ছবি ফুটে ওঠে চোখের সামনে। প্রথম ছবি১৯৮৩ কপিল দেবের নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জেতা। দ্বিতীয় ছবি সৌরভ গাঙ্গুলীর লর্ডসের স্টেডিয়ামের প্যাভিলিয়নে জামা খুলে উড়ানো। তবে এবার আর একটি চিত্র সংগঠিত হতে যাচ্ছে। বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এর পরিচালিত ছবি সাবাস মিঠুর একটি অংশের শুটিং হবে লর্ডস স্টেডিয়ামে । এই ছবিটি হলো ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ এর বায়োপিক । স্বভাবত এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা সৃষ্টি হয়েছে। শুটিং করতে লর্ডসে পৌঁছে গেছে গোটা শুটিং টিম। এর আগে বলিউড এর ছবি 83 এর শুটিং হয়েছিল লর্ডসে । এই প্রথম কোন বাঙালি ছবির শুটিং হতে চলেছে ক্রিকেট মক্কা লর্ডস স্টেডিয়ামে। তবে এই বিষয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এর কাছে জানতে চাওয়া হলে তিনি কোন কিছু বলতে চাননি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন