পেট্রোপন্যের মূল্য বৃদ্ধি সহ দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে উত্তরবঙ্গের রাস্তায় বামেদের যুব সংগঠন
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৪ নভেম্বরঃ ক্রমাগত ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় জিনিস। পাল্লা দিয়ে বেড়েছে পেট্রোল ডিজেল ও জ্বালানি গ্যাসের দাম। তারই প্রতিবাদ জানিয়ে এদিন পথে নামল বামপন্থী যুব সংগঠন। শিলিগুড়ির আশিঘর এলাকায় শিলিগুড়ি ডাবগ্রাম লোকাল কমিটির পক্ষ থেকে অবিলম্বে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবী নিয়ে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ দেখান ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। বামপন্থী সংগঠনের বিক্ষোভ শিলিগুড়িতে পেট্রোপন্য দ্রব্যের বৃদ্বির দাবীতে। প্রসঙ্গতঃ বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ তুলেছে । এর সাথে রাজ্যের বিরুদ্ধেও লাগাতার নানা ইস্যুতে আন্দোলনে নামতে চলেছে বামেরা। একটি সুত্র মারফৎ সেটা জানা যাচ্ছে । আর যুব সংগঠন কে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন