হরিণের চামড়া ও ২.১০০ কেজি প্যাঙ্গোলিনের আঁশ সহ আটক ১

 

পাচারের আগেই হরিণের চামড়া ও ২.১০০ কেজি প্যাঙ্গোলিনের আঁশ সহ ধৃত ১ 


নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ২১ নভেম্বরঃ  বৈকণ্ঠপুর শারুগাড়া রেঞ্জের বনকর্মীদের সাফল্য । গোপন সূত্রে খবরের ভিত্তিতে আজ ভোর ৪ টার দিকে ওদলাবাড়ি বাইপাস এলাকা থেকে একটি হরিণের চামড়া ও ২.১০০ কেজি প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার করে বনকর্মীরা । বনকর্মীদের অভিযানে দুই অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হলেও এক জন অভিযুক্তকে ধরতে সক্ষম হয় কর্মীরা । ধৃতের নাম বিষ্ণু জৈন । সে অসমের বাসিন্দা । প্রাথমিক তদন্তে জানা গেছে ধৃত এর আগে ও নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল । অবৈধভাবে প্যাঙ্গোলিন আঁশ সংগ্রহ করে নেপালে সরবরাহ করত ধৃত । আজ তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় ।

মন্তব্যসমূহ